পুলিশ কর্মকর্তা রাজীবের কণ্ঠে শাহ আব্দুল করিমের সোনার ময়না
পেশাগত জীবনে তিনি গোয়েন্দা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। তবে ব্যক্তি জীবনে রাজীব আল মাসুদ সংস্কৃতিমনা মানুষ। স্কুল, কলেজ আর ভার্সিটি জীবনে ছিলেন বন্ধুদের আড্ডার মধ্যমণি। নিজের কণ্ঠ দিয়ে মাতিয়ে রাখতেন সবাইকে। কিন্তু কখনো ভাবেননি আয়োজন করে গান গাইবেন। আবার সেই গান প্রকাশও হবে।
অনেকটা স্বপ্নের মতোই ঘটে গেল বিষয়টি। বন্ধুদের উদ্যোগে রেকর্ড করে ফেললেন একটি গান। শাহ আব্দুল করিমের লেখা ও সুরে ‘মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে’ শিরোনামের গানটি নতুন সংগীত আয়োজনে গেয়েছেন তিনি। নতুন করে এ গানের মিউজিক করেছেন রোমেল শাহ। গানটি আসছে কোরবানি ঈদ উপলক্ষে প্রকাশ করা হবে বলে জানান রাজীব। রাজীব আল মাসুদ বলেন, ‘শখের বসেই আমি গান করি। এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে কোনো গান রিলিজ করতে যাচ্ছি। এতোদিন হৃদয়ের টানে গান করেছি নিজের জন্য। বন্ধুদের জন্য। এবার শ্রোতাদের জন্য গাইতে গিয়ে অন্যরকম আনন্দ অনুভব করেছি। সংগীত সাধক শাহ আব্দুল করিমের এই গানটি আমার খুব পছন্দের। তাই নিজের প্রথম গান হিসেবে এটাই বাছাই করেছি।