কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কমেছে আদা–রসুনসহ বিভিন্ন মসলার দাম

প্রথম আলো প্রকাশিত: ০৫ জুলাই ২০২০, ১২:৪৭

রাজধানীর বাজারে কমেছে বিভিন্ন মসলার দাম। আজ রোববার ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের তথ্য অনুযায়ী, রাজধানীর বিভিন্ন বাজারে শুকনো মরিচ, ধনে ও তেজপাতার দাম কমেছে।

গত শুক্রবার থেকেই আদা, রসুন, হলুদ, জিরার দাম কমেছে। এ ছাড়া কমেছে ব্রয়লার মুরগি ও ছোলার দাম। ব্রয়লার মুরগির দাম গত সপ্তাহের তুলনায় কেজিতে কমেছে ১০ টাকা। আজ বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকা দরে। গত সপ্তাহে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ছিল ১৫০ থেকে ১৬০ টাকা।

মসলার মধ্যে মানভেদে কেজিতে ২০ থেকে ৪০ টাকা কমেছে শুকনো মরিচের দাম। আজ প্রতি কেজি শুকনো মরিচ বিক্রি হচ্ছে ২১০ থেকে ২৮৯ টাকা কেজি দরে। গত সপ্তাহে প্রতি কেজি দেশি শুকনো মরিচের দাম ছিল ২৫০ থেকে ৩০০ টাকা। আমদানি করা মরিচ বিক্রি হচ্ছে ২৬০ থেকে ৩২০ টাকা কেজি দরে। গত সপ্তাহে দাম ছিল ৩০০ থেকে ৩২০ টাকা দরে।

তেজপাতার দাম ১০ থেকে ২০ টাকা কমে বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৩০ টাকা দরে। গত সপ্তাহে এই মসলার দাম ছিল ১২০ থেকে ১৪০ টাকা। সপ্তাহের ব্যবধানে ধনের দাম কমেছে ২০ টাকা। বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৫০ টাকা দরে। গত শুক্রবার থেকে রাজধানীর বিভিন্ন বাজারে আমদানি করা প্রতি কেজি আদা বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৫০ টাকায়।

আমদানি করা রসুন বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও