‘রেড’ থেকে ‘ইয়েলো জোনে’ মানিকগঞ্জের তিন উপজেলার সাত এলাকা
এনটিভি
প্রকাশিত: ০৫ জুলাই ২০২০, ০৯:৫৫
রেড জোন মুক্ত হলো মানিকগঞ্জের তিনটি উপজেলার সাতটি এলাকা। টানা ২১ দিন রেড জোনে থাকা এলাকাগুলোতে করোনার সংক্রমণ কমে যাওয়ায় জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় সর্বসম্মতিতে ওইসব এলাকাকে 'ইয়োলো জোন' ঘোষণা করেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস। জেলা করোনা প্রতিরোধ কমিটির ওই সভায় স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করা, করোনা আক্রান্ত ব্যক্তির বাড়ি লকডাউন, শহরের প্রধান সড়ককে যানবাহন চলাচল বন্ধ, করোনা পরীক্ষার রেজাল্ট বের হওয়ার আগ পর্যন্ত বাড়ি থেকে বের না হওয়াসহ বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে। জেলা প্রশাসক এস এম ফেরদৌসের সভাপতিত্বে সভায় সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ বলেন, ‘জেলার সাতটি অঞ্চলে গত ১৫