করোনা পরিস্থিতিকে উপেক্ষা করে হোয়াইট হাউসে ট্রাম্পের পার্টি
করোনা পরিস্থিতিকে কোনরকম পাত্তা না দিয়ে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস (৪ জুলাই) উপলক্ষে হোয়াইট হাউসে পার্টির আয়োজন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ওয়াশিংটন সিটি মেয়র স্বাস্থ্যঝুঁকির ব্যাপারে সতর্ক করলেও শনিবার হোয়াইট হাউসের সামনে শত শত মানুষকে ভীড় করতে দেখা গেছে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে শুক্রবার রেকর্ড সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। পরিসংখ্যানে একদিনে ৫২ হাজার ৩শ’ মানুষ আক্রান্ত হওয়ার তথ্য উঠে আসলেও তা ট্রাম্পকে দমাতে পারেনি। বিবিসি জানিয়েছে, পার্টিতে আমন্ত্রিতদের মধ্যে রয়েছে সেইসব স্বাস্থ্যকর্মীও; যারা দীর্ঘ সময় ধরে করোনা মোকাবিলায় কাজ করছে।
‘আমরা শহরবাসীকে ছুটির দিনটিতে বাইরে বের না হওয়ার ব্যাপারে সতর্ক করছি’, বলেছিলেন ওয়াশিংটন সিটি মেয়র মুরিয়াল বাউজার। পরে সাংবাদিকদের কাছে তিনি প্রশ্ন রাখেন, ‘আপনারা নিজেদেরই জিজ্ঞেস করে দেখুন তো। এমন পরিস্থিতিতে সেখানে [হোয়াইট হাউসে] যাওয়ার কি কোনও দরকার ছিল?’
এর আগে সাউথ ডাকোটার মাউন্ট রাশমোরে ভাষণের মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শুরু করেন ট্রাম্প। ভাষণে তিনি বলেন, চীন থেকে আসা ‘ভয়াবগ প্লেগকে’ হারিয়ে ‘অসাধারণ এক জয়ের পথে’ এগিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে বাস্তবতা একেবারেই ট্রাম্পের বক্তব্যের বিপরীতে অবস্থান করছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.