মৌসুমে ৫০ গোলের মাইলফলক ছুঁলেন রবার্ট লেভানদোভস্কি। বায়ার্ন মিউনিখও পেল আরেকটি শিরোপার স্বাদ। বার্লিনে রোববার রাতে বায়ার লেভারকুজেনকে ৪-২ গোলে হারিয়ে জার্মান কাপের মুকুট ধরে রাখলো তারা। এ নিয়ে রেকর্ড ২০ বার জার্মান কাপ ঘরে তুলল বায়ার্ন। এটি তাদের ১৩তম ঘরোয়া ডাবল। এছাড়া ক্লাবের ইতিহাসে ২৬ ম্যাচ অপরাজিত থাকার নতুন রেকর্ডও গড়েছে হেন্স-ডাইটার ফ্লিকের দল। টানা ১৭ ম্যাচে জয়ও বায়ার্নের আরেকটি রেকর্ড।
বার্লিনের খালি স্টেডিয়ামে যেভাবে খেলেছে বায়ার্ন, জয়টা প্রাপ্যই ছিল। ম্যাচের ১৬তম মিনিেটেই এগিয়ে যায় তারা। দারুণ এক ফ্রি-কিকে জাল খুঁজে নেন অস্ট্রিয়ার ডিফেন্ডার ডেভিড আলাবা। ২৪ মিনিটে জসুয়া কিমিচের পাস ডি-বক্সে পেয়ে কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুণ করেন জার্মান মিডফিল্ডার জিনাব্রি।
দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটে এসেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় বায়ার্ন। ৩৫ গজ দূর থেকে জোরালো এক শটে গোলের হাফসেঞ্চুরি পূর্ণ করেন লেভানদোভস্কি। যদিও তার এই গোলে লেভারকুসে গোলরক্ষক লুকাস হারাডেটসকিরও অবদান কম নয়। তিনি বল ঠিকমতো ধরতে না পারায় সেটি গোললাইন পেরিয়ে যায়।
৬৩ মিনিটে দারুণ হেডে গোল করে লেভারকুসেনের সমর্থকদের আশা দেখিয়েছিলেন জার্মান ডিফেন্ডার বেনডার।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.