You have reached your daily news limit

Please log in to continue


ভারত ও ওমানের বিপক্ষে ম্যাচও হতে পারে সিলেটে

বিশ্বকাপ ও এশিয়ান কাপ ফুটবলের যে চারটি ম্যাচ বাকি আছে বাংলাদেশের, তার তিনটিই ঘরের মাঠে। বাংলাদেশে এসে ম্যাচ খেলবে আফগানিস্তান, ভারত ও ওমান। বাংলাদেশের একটি অ্যাওয়ে ম্যাচ কাতারের বিরুদ্ধে। বাংলাদেশের চার ম্যাচের দুটির ভেন্যু এক প্রকার ঠিকঠাক। ৮ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি হবে সিলেট জেলা স্টেডিয়ামে এবং ১৩ অক্টোবর কাতারের বিরুদ্ধে ম্যাচ হবে দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে। ভারত ও ওমানের বিপক্ষে ম্যাচ ঢাকায় না সিলেটে হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। জুলাইয়ের মধ্যে সব ঠিকঠাক হবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রথম পরিকল্পনা ছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভারত ও ওমানের বিপক্ষে ম্যাচ আয়োজনের। আফগানিস্তানের ম্যাচ তো সিলেটে নির্ধারণ হয়েই আছে। তবে করোনাভাইরাস যেমন অনেক পরিকল্পনা ওলট-পালট করে দিয়েছে, তেমন বাফুফের ভাবনাও। অক্টোবর ও নভেম্বরে পরিস্থিতি কেমন থাকে, তার ওপর অনেক কিছু নির্ভর করবে। ম্যাচ আয়োজনেও ফিফা-এএফসির থাকবে কঠোর নির্দেশনা। প্রতিটি দলের জন্য আলাদা আবাসন, আইসোলেশন, কোভিড-১৯ টেস্ট, আলাদা অনুশীলন ভেন্যু-এমন অনেক কিছু। দুটি ভেন্যু প্রস্তুত করার এতসব ঝক্কি-ঝামেলার মধ্যে যেতে চাইবে না বাফুফে। তারা তিনটি ম্যাচের জন্য একটি ভেন্যুই নির্ধারণ করবে সম্ভবত। চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না হলেও বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগের কথায় সেটাই পরিষ্কার। তিনি বলেন, ‘ম্যাচ শুরুর এখনো বাকি তিন মাসেরও বেশি। ওই সময়ে পরিস্থিতি কেমন হবে সেটা আগাম বলা কঠিন। আর ভেন্যু প্রস্তুতের কাজ তো আগে থেকেই শুরু করতে হবে। সিলেটে যেমন কাজ শুরু হয়েছে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের জন্য। তিনটি ম্যাচের জন্য দুটি ভেন্যু প্রস্তুত করা, অন্যান্য সব সুযোগ-সুবিধা দুই শহরে ব্যবস্থা করা-এসব কঠিন হয়ে যাবে। পরিস্থিতি আগের মতো থাকলে কথা ছিল না। এখন আমরা একটি ভেন্যুর কথাই ভাবছি। সেক্ষেত্রে সিলেটের সম্ভাবনাই বেশি। কয়েকদিন পরই চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারব।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন