![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/07/04/7c322b428b21afe2e3b758cd0a70d21f-5f009b7ec1f86.jpg?jadewits_media_id=1544387)
সোনার তৈরি মাস্ক!
প্রথম আলো
প্রকাশিত: ০৪ জুলাই ২০২০, ২১:০৭
করোনাভাইরাস প্রতিরোধে সাধারণত সার্জিক্যাল বা গেঞ্জি কাপড়ে স্থানীয়ভাবে তৈরি মাস্ক নিয়েই হুলুস্থুল চলছে। এতে নতুনত্ব নিয়ে এলেন এক ভারতীয়। দেশটির পুনের এই বাসিন্দা ব্যবহার করছেন সোনার তৈরি মাস্ক। এক মাস্কের দামই প্রায় তিন লাখ রুপি।