ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ে সামার সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে করোনা ভাইরাসকালে অনলাইন শিক্ষাজগতের সর্বোচ্চ ব্যবহার শিখে শিক্ষার্থীদের দেশ গড়ায় আহ্বান জানান বক্তারা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান, ছাত্রবিষয়ক পরিচালক মো. শহীদ উল্লাহ, ডিন অধ্যাপক ড. গোলাম আহমেদ ফারুকী, রেজিস্ট্রার মো. সাইফুল ইসলাম বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক গোলাম সামদানী ফকির বলেন, করোনা মহামারি যেমন গোটা বিশ্ব মানবের জীবনকে বাধাগ্রস্ত করেছে, তেমনি তা শিক্ষার ক্ষেত্রে অনলাইন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। তাই ইন্টারনেট জগতে আধুনিক ও যুগোপযোগী যত ধরনের জ্ঞান ও দক্ষতা আছে, সব শিক্ষার্থীদের অর্জন করতে হবে। এ সময় তিনি শিক্ষার্থীদের একুশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় ক্রিয়েট, সার্কুলেট কানেক্ট এবং কোলাবোরেট এই চার ধরনের গুণাবলী অর্জনের আহ্বান জানান।
উপ-উপাচার্য অধ্যাপক আব্দুর রাজ্জাক বলেন, বর্তমান যুগ বিশ্বায়নের। যার সঙ্গে তাল মিলিয়ে গ্রিন ইউনিভার্সিটিও এগিয়ে চলেছে। অতএব বৈশ্বিক মহামারিতে অনলাইন শিক্ষার প্ল্যাটফর্মের সর্বোচ্চ ব্যবহার শিখতে হবে। এ সময় শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক জ্ঞানের পাশাপাশি মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.