সাবেক প্রতিমন্ত্রী এ টি এম গিয়াস উদ্দিনের দাফন সম্পন্ন
সাবেক প্রতিমন্ত্রী ও শরীয়তপুর জেলা বিএনপির সাবেক সভাপতি এ টি এম গিয়াস উদ্দিনের দাফন সম্পন্ন হয়েছে। আজ শনিবার বাদ জোহর রাজধানীর মোহাম্মদপুর তাজমহল রোড জামে মসজিদে জানাজা শেষে তাজমহল রোড কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এ টি এম গিয়াস উদ্দিন গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শামসুদ্দিন দিদার এনটিভি অনলাইনকে গতকাল দিবাগত রাত দেড়টার দিকে এ তথ্য নিশ্চিত করেন। এ টি এম গিয়াস উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রবীণ এ রাজ