আমি হাসপাতাল থেকে পালাইনি : সুমন বেপারী

এনটিভি প্রকাশিত: ০৪ জুলাই ২০২০, ১৮:৫৫

ঢাকার বুড়িগঙ্গা নদীতে মর্নিং বার্ড লঞ্চডুবির ঘটনার ১৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার হওয়া সুমন বেপারীকে নিয়ে কৌতুহল বেড়েছে মানুষের মধ্যে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমের খবর,হাসপাতাল থেকে পালিয়েছিলেন সুমন। তবে সুমন বেপারী বলছেন, ‘আমি হাসপাতাল থেকে পালাইনি। এখনো হাসপাতালের বেডেই শুয়ে আছি।’

আজ শনিবার বিকেলে সুমন বেপারীর সঙ্গে মুঠোফোনে কথা হয় এনটিভি অনলাইনের। কথোপকথনের একপর্যায়ে সুমন বেপারী হাসপাতাল থেকে না পালানোর কথা জানান। তিনি এখন রাজধানীর মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সুমন বেপারী বলেন, ‘আমি হাসপাতাল থেকে পালাতে যাব কেন? আমাকে উদ্ধার করার পরদিন হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে রিলিজ দিয়ে দেয়। তারপর আমি হাসপাতাল থেকে বাড়ি চলে যাই। গত বৃহস্পতিবার রাতে আবার হাসপাতালে এসে ভর্তি হয়েছি।’ সুমন বেপারী বলেন, ‘আমার শরীর দুর্বল। মাথা ঘোরে। কানেও সমস্যা হচ্ছে। তাই হাসপাতাল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে আগামীকাল রোববার আমার সিটিস্ক্যান করবে। আমি এখন হাসপাতালের ৩ নম্বর ভবনের ৮ নম্বর ইউনিটের ১৪ নম্বর বেডে শুয়ে আছি। আমাকে নিয়ে যে খবর ছড়িয়েছে তা সঠিক না।’

মিটফোর্ড হাসপাতালে সুমন বেপারীর সঙ্গে আছেন তাঁর ভাতিজা আরাফাত রায়হান সাকিব। সাকিব এনটিভি অনলাইনকে বলেন, ‘আমার চাচাকে জীবিত উদ্ধারের পর মিটফোর্ডে নিয়ে আসা হয়। পরেরদিন হাসপাতাল তাঁকে রিলিজ দেয়। তারপর আমরা মুন্সীগঞ্জে চলে যাই। চাচার শরীরের অবস্থা খারাপ হলে আবারো গত বৃহস্পতিবার আমরা সিএনজিতে করে নারায়ণগঞ্জ হয়ে হাসপাতালে আসি। বৃহস্পতিবার রাত থেকে চাচা এখানেই আছেন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও