সরকারি নির্দেশনা মোতাবেক যথাযথভাবে খুলনার সাতটি রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ করা হবে বলে জানিয়েছেন খুলনা সিটি করপোরেশনের (খুসিক) মেয়র তালুকদার আব্দুল খালেক।
সরকার দেশের পাটকল শ্রমিকদের পাওনা পরিশোধের জন্য পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে। তা থেকে পঞ্চাশ শতাংশ নগদ ও মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রের মাধ্যমে শ্রমিকদের বাকি অর্ধেক পাওনা পরিশোধ করা হবে বলে জানান তিনি।
শনিবার (৪ জুলাই) দুপুরে নগর ভবন সম্মেলনকক্ষে খুলনার সাতটি পাটকলের সিবিএ ও ননসিবিএ শ্রমিক নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
খুসিক মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। সরকার ও প্রাইভেট পাবলিক পার্টনারশিপের (পিপিপি) মাধ্যমে মিলগুলো চালু থাকবে। পিপিপি’র আওতায় আধুনিকায়ন করে এসব পাটকলকে উৎপাদনমুখী করা হবে। যে সব শ্রমিক সুস্থ আছেন, তাদের দ্বারাই মিলগুলো চালানো হবে। শ্রমিকদের গ্র্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ডের অর্থ চাকরিবিধি অনুযায়ী পরিশোধ করা হবে। পাশাপাশি নির্ধারিত হারে গোল্ডেন হ্যান্ডশেকের সুবিধাও পাবেন হারে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.