ইউনিভার্সিটি অব লন্ডনে আইন বিষয়ে পড়ছেন নুসরাত ফারিয়া। অনলাইনে ক্লাস করেন। গত বছরই সম্পন্ন করেছিলেন প্রথম বর্ষ। ১ জুলাই থেকে শুরু হয়েছে দ্বিতীয় বর্ষের পরীক্ষা। চলবে ১৬ জুলাই পর্যন্ত।
অভিনয়, উপস্থাপনা, গান- কোনোটাই করতে হচ্ছে না এখন। হাতে অগাধ সময়। তবু পড়তে ও পরীক্ষা দিতে একদমই ভালো লাগছে না ফারিয়ার।
নায়িকা বলেন, ‘লম্বা একটা সময় পার হয়ে যাচ্ছে, মনের মতো কিছুই করতে পারছি না। এর মধ্যে উড়ে এসে জুড়ে বসলো পরীক্ষা। না দিয়েও উপায় নেই। ফাঁকি দেওয়ার মানুষ আমি নই। যত কষ্টই হোক, পরীক্ষা দিয়ে যাচ্ছি। প্রথম দিনের পরীক্ষা বেশ ভালো হয়েছে। আশা করছি, বাকিগুলোও ভালো হবে।’
এদিকে গত মাসে আংটিবদল করেছেন ফারিয়া। করোনার এই সময়ে হবু বরের সঙ্গে চুটিয়ে প্রেম করবেন তারও সুযোগ নেই। টুকটাক শুটিং শুরু হলেও এখনো কোথাও দেখা যাচ্ছে না নুসরাত ফারিয়াকে। স্বেচ্ছা ঘরবন্দি ফারিয়া তবে করছেন কী?
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.