কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পাকিস্তান শিবিরে ‘আর্চারভীতি’, অভয় দিলেন শোয়েব আখতার

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৪ জুলাই ২০২০, ১৫:১১

করোনাভাইরাসের অনাকাঙ্ক্ষিত বিরতি কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার লক্ষ্যে এরই মধ্যে ইংল্যান্ডে পৌঁছে গেছে পাকিস্তান ক্রিকেট দল। স্বাগতিক দলের বিপক্ষে তিন টেস্ট ও তিন টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। এ সফরে তাদের বড় পরীক্ষা নিতে পারে ইংল্যান্ডের ক্যারিবীয় বংশোদ্ভূত পেসার জোফরা আর্চার।

ইংল্যান্ডে পৌঁছে আর্চারের ঢালাও প্রশংসা করেছেন পাকিস্তানের ব্যাটিং কোচ ইউনিস খান। যা ভালো চোখে দেখছেন না পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার। তিনি সাফ জানিয়েছেন আর্চারকে ভয় পাওয়ার কিছু নেই। বরং সাহস নিয়ে দেখেশুনে খেললেই আর্চারের বিপক্ষে ভালো করা যাবে বলে মনে করেন শোয়েব।

ইউনিস খান বলেছিলেন, ‘আর্চারের স্নায়ুশক্তি অনেক। যেটা সে ২০১৯ সালের বিশ্বকাপ ফাইনালে সুপার ওভারের মতো কঠিন জায়গায় প্রমাণ করেছে। ওর বোলিংয়ের মধ্যে বিশেষত্ব আছে এবং হাই আর্ম একশনের কারণে ওর মোকাবিলা করাটাও কঠিন হয়।’

এমন মন্তব্যের বিপরীতে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব আখতার বলেছেন, ‘ইউনিস খান একটা মন্তব্য করেছে যে, আমাদেরকে জোফরা আর্চারের ব্যাপারে সতর্ক থাকতে হবে। সে (আর্চার) দারুণ বোলার এবং শরীর বরাবর বোলিং করে। ইউনিস খান নিজের মন্তব্য দিয়েছে। সে খুবই ভালো মানুষ।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও