ট্রুডোর বাসভবনের কাছে আটক সেনাসদস্যের বিরুদ্ধে ২২ অভিযোগ
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বাসভবন এলাকায় অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে আটক সশস্ত্র সেনাসদস্যের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে পুলিশ। তার বিরুদ্ধে হুমকি প্রদান, বিপজ্জনক উদ্দেশ্য নিয়ে অস্ত্র বহনসহ ২২টি অভিযোগ দায়ের করা হয়েছে।
গ্রেপ্তার ওই ব্যক্তির নাম কোরে হুরেন। তার বয়স ৪৬। তিনি কানাডীয় সশস্ত্র বাহিনীর সদস্য। খবর বিবিসির
বৃহস্পতিবার ভোরে কোরে হুরেন একটি পিকআপ ট্রাক নিয়ে অটোয়ার রিডিয়াও হল এলাকার ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়ে। তিনি গাড়ি নিয়ে প্রধানমন্ত্রী ও গভর্নর জেনারেলের সরকারি বাসভবনের দিকে যেতে থাকেন। একপর্যায়ে গাড়ি নষ্ট হয়ে গেলে তিনি পায়ে হেঁটে এগিয়ে যেতে থাকেন। এ সময় তার কাছে একটি রাইফেল ও ছোট দুটি শুটগান ছিল।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে, কোরে হুরেন অটোয়া থেকে ২০০০ কিলোমিটার দূরে মানিটোবা এলাকায় বাস করেন। সেখান থেকেই তিনি গাড়ি চালিয়ে এসেছেন। রয়েল কানাডিয়ান মাউন্টেন পুলিশ (আরসিএমপি) জানিয়েছে, ওই ব্যক্তির সঙ্গে অন্য কেউ ছিল না।
রিডিয়াও হল এলাকায় ট্রুডো ও গভর্নর জেনারেল জুলি পায়েট্টের সরকারি বাসভবন অবস্থিত। তবে ঘটনার সময় দুইজনের কেউই বাড়িতে ছিলেন না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.