কিছু ছেড়ে দেওয়ার আগে ভাবুন

প্রথম আলো প্রকাশিত: ০৩ জুলাই ২০২০, ১৮:৩৪

একটা বাচ্চা বিল্ডিং থেকে নেমে খেলা করতে করতে ভুল করে পথ হারিয়ে ফেলেছে। সে কান্না করছে। অসহায়! তাঁর নিজের মাকে পাচ্ছে না। পথে অন্য এক রমণী তাঁকে পেয়ে নিয়ে গেলেন। মায়ের আদরে লালনপালন করলেন। এ বাচ্চা বড় হওয়ার পর যখন তাঁর নিজের মাকে পেল, সে বলে, এ আমার মা না। ওই যে উনি আমার মা। এবং তাঁকেই মা মানতে শুরু করল। এমনটা হয় না? হয়, আমরা সবাই জানি। যে আমাদের পাহারা দেয়, ছায়া দেয়—সেই এক...

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও