অদ্ভুত ফল
প্রথম আলো
প্রকাশিত: ০৩ জুলাই ২০২০, ১৮:৪৩
মূল: এবেল মিরোপোলঅনুবাদ: তানভীর ইসলাম দক্ষিণের গাছে হয় অদ্ভুত ফলপাতায় রক্ত আর রক্তে ভেজা মূলকালো কালো দেহ ভাসে দখিনা বাতাসেঅদ্ভুত ফল ঝোলে পপলার গাছে।বিশাল দক্ষিণের স্নিগ্ধ শ্যামল পটেঠিকরে আসা চোখ আর মোচড়ানো মুখতাজা ম্যাগনোলিয়ার মিষ্টি সুবাসেপোড়া দেহের ঘ্রাণ হঠাৎ ভেসে আসে। কাক ঠোকর দেয় এই তো সে ফলবাতাস শুষে নেয়, জমে বৃষ্টির জলসূর্যে পচে গেলে, গাছ থেকে ঝরেএই তো সেই অদ্ভুত, তিক্ত ফসল।