কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মানসিক চাপ দূর করতে পিপিই পরে চিকিৎসকের নাচ

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ০৩ জুলাই ২০২০, ১৬:৪৩

করোনাভাইরাস বিস্তার রোধ-আক্রান্ত রোগীদের প্রাণ বাঁচাতে সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করছেন চিকিৎসকেরা। পরিবার, স্বজনসহ ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্যও ত্যাগ করেছেন তারা। প্রতিদিন বিপদের ধাপে ধাপে কাজ ও আক্রান্তদের মৃত্যুতে মানসিক চাপে থাকেন চিকিৎসকেরা। সেই চাপ দূর করতে এবার পিপিই পরে নাচলেন রিচা নেগি নামের এক চিকিৎসক। তার সেই নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওই চিকিৎসক নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলেই নাচের ভিডিওটি পোস্ট করেছেন।

সেখানে তাকে দেখা যাচ্ছে, হিন্দি ফিল্ম স্ট্রিট ড্যান্সের ‘গরমি’ গানে নাচতে দেখা যাচ্ছে। এ কঠিন সময়ে ভালো থাকার পথ দেখিয়ে দিলেন রিচা। এ ভিডিওটি প্রথম নয়, আগেও নাচের ভিডিও ইনস্ট্রাগ্রামে আপলোড করেছেন রিচা। এতে তার ফলোয়ার বাড়তে থাকে। এখন রিচার ফলোয়ার সংখ্যা ৬৫ হাজারের বেশি। পিপিই পরে নাচের ভিডিওটি বেশি সমাদৃত হয়েছে তার ফলোয়ারদের কাছে।  চিকিৎসক রিচার প্রকৃত লোকেশন জানা যায়নি। তবে তার পোস্টগুলো মুম্বাই ও মহারাষ্ট্র আপলোড করা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে