যুগের পর যুগ বিজ্ঞানের উৎকর্ষ সাধনে অনেক অসম্ভব বিষয় বাস্তবে পরিণত হয়েছে। এবার আরেক অসম্ভব স্বপ্নকে বাস্তবে রূপ দিতে যাচ্ছে ‘স্পেস পারস্পেকটিভ' নামের একটি বেসরকারি মার্কিন সংস্থা। ছাঁকনি চড়ে সমুদ্র পাড়ির সুযোগ না হলেও বেলুনে চড়ে মহাকাশ পাড়ি দেয়া যাবে। সেটি বেশি দিন দূরে নয়, ২০২১ সালেই পরীক্ষামূলক বেলুনের ভ্রমণটি হতে যাচ্ছে।
সিএনএন জানায়, 'স্পেসশিপ নেপচুন' নামের উন্নত ধরণের বেলুন ব্যবহার করে অসাধ্য সাধন করতে চায় ‘স্পেস পারস্পেকটিভ' সংস্থা। এতে পৃথিবী থেকে বেলুনে করেই মহাকাশে যাবেন অ্যাডভেঞ্চারপ্রেমী মানুষেরা। ২০২১ সালের শুরুতে পরীক্ষামূলকভাবে 'স্পেসশিপ নেপচুন' কে মহাকাশে পাঠাবে ওই মার্কিন সংস্থা।
ইভনিং স্টান্ডার্ড জানায়, আলাস্কার প্যাসিফিক স্পেসপোর্ট কমপ্লেক্স থেকে উচ্চ-প্রযুক্তির বেলুনটিকে মহাকাশের উদ্দেশে রওনা হবে।
সংস্থার ওয়েবসাইটের তথ্যানুযায়ী, বাণিজ্যিক বিমানের চেয়ে তিনগুণ বেশি যাত্রী নিয়ে মহাকাশে যেতে পারবে বিরাট বেলুনটি। ভূপৃষ্ঠ থেকে এক লাখ ফুট উপরের দুনিয়াকে আনন্দের মাধ্যমে উপভোগ করতে পারবেন বেলুনের যাত্রীরা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.