করোনাভাইরাস ঠেকাতে দেশে দেশে বন্ধ হয়েছিলো ফ্লাইট। লকডাউনের কারণে অনেকেই বিদেশে গিয়ে আটকা পড়েছিলেন। তেমনি কলকাতায় গিয়ে বেশ ক’জন কলাকুশলীসহ আটকে ছিলেন উপস্থাপক ও অভিনেতা ইমতু রাতিশ।
গত ১৬ ফেব্রুয়ারি থেকে কলকাতার একটি হোটেলে চিত্রনায়ক শিপন মিত্র, সাঞ্জু জন, নতুন অভিনেত্রী বন্যি, রাইসাসহ মেকাপম্যান, ক্যামেরাম্যান ও অনেকেই আটকে ছিলেন। অবশেষে ৪ মাস পর গত ১৬ জুন দেশে ফিরেছেন তারা।
কলকাতায় আটকে থাকার কারণে দীর্ঘদিন সকল ধরণের বড় শুটিং থেকে দূরে ছিলেন ইমতু রাতিশ। সেইসঙ্গে করোনার কারণেও সব বন্ধ ছিলো। সব কাটিয়ে প্রায় চার মাস পর ক্যামেরার সামনে দাঁড়ালেন। একটি ঈদের নাটকের শুটিং করছেন ইমতু।
গত সপ্তাহে উত্তরার একটি শুটিং হাউজে 'ডিয়ার এক্স' শিরোনামের নাটকটির জন্য টানা দুই দিন শুটিং করেছেন বলে জানান।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.