ঐশী’র কন্ঠে নজরুল সঙ্গীত
ফাতিমা তুয যাহরা ঐশী, এই প্রজন্মের শ্রোতাপ্রিয় কন্ঠশিল্পী। খুউব ছোটবেলায় যখন নোয়াখালীতে ওস্তাদ হাফিজ উদ্দিন বাহারের কাছে উচ্চাঙ্গ সঙ্গীত, নজরুল সঙ্গীত এবং মো: শরীফের কাছে অন্যান্য গানে তালিম নিতেন তখন থেকেই ঐশী’র সুরেলা কন্ঠ সম্পর্কে আশেপাশের সবাই বেশ অবগত ছিলেন। সুরেলা কন্ঠের ঐশী তার নিজের ইউটিউব চ্যানেল ’ঐশী এক্সপ্রেস’এ গান প্রকাশ করছেন।
যদিওবা শ্রোতা দর্শক ঐশী’কে ফোক গানে বেশি পেয়েছেন। কিন্তু এবারই প্রথম ঐশী’কে শ্রোতা দর্শক একেবারেই ঘরোয়া আয়োজনের মধ্যদিয়ে তার কন্ঠে নজরুল সঙ্গীত শুনেছেন। কাজী নজরুল ইসলামের লেখা এবং নিজের সুর করা ‘কথা কও কও কথা’ গানটি গেয়ে গেলো ১ জুলাই রাতে তার নিজের ফেসবুক পেজ ‘ঐশী’তে তা প্রকাশ করেছেন। গানটি প্রকাশের পর থেকেই ঐশী’ গানটির জন্য বেশ সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন। মূলত এই গানটি গেয়েছিলেন সন্তোষ সেনগুপ্ত। ১৯৪০ সালে এটি বেতারে ‘গীতিচিত্র অতনুর দেশে’ অনুষ্ঠানে প্রচার হয়েছিলো।