রাজশাহীতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন তিনজন। মহানগরীতে ৯৯ জনসহ রাজশাহী জেলায় ১২৮ জনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুইটি ল্যাবে নমুনা পরীক্ষায় রাজশাহী জেলায় ১২৮ জনের এরমধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, পুলিশসহ রাজশাহী মহানগরীর ৯৯ জন এবং পবা উপজেলায় ২৯ জনের নমুনায় করোনা পজিটিভ এসেছে। এ নিয়ে রাজশাহী জেলায় আক্রান্ত বেড়ে দাঁড়াল ৯১৩ জন। যার মধ্যে রাজশাহী নগরীতে ৬৩৯ জন।
করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রাজশাহী মহানগরীতে ৬৩৯ জন। এছাড়াও পবায় ৮১ জন, বাঘায় ২০ জন, চারঘাটে ২৮ জন, পুঠিয়ায় ১৪ জন, দুর্গাপুর ১২ জন, বাগমারায় ৩১ জন, মোহনপুরে ৪১ জন, তানোরে ৩৭ জন ও গোদাগাড়ীতে ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানান রাজশাহী সিভিল সার্জন ডা. এনামুল হক।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.