করোনা মহামারির কারণে এবার সিলেটের ৭০০ বছরের ঐতিহ্যবাহী হজরত শাহজালাল (রহ.) মাজারে ওরস হচ্ছে না। আগামী ১১ ও ১২ জুলাই ৭০১তম বার্ষিক ওরশ হওয়ার কথা ছিল। গত ৭০০ বছরের ইতিহাসে বার্ষিক এ ওরস বন্ধ হওয়ার ঘটনা এবারই প্রথম ঘটলো বলে জানিয়েছে মাজার কর্তৃপক্ষ। হজরত শাহজালাল (রহ.) দরগাহ শরিফের মোতাওয়াল্লি ফতেহ উল্লাহ আল আমান বিষয়টি নিশ্চিত করেছেন। মাজার কর্তৃপক্ষ জানায়, মহামারি করোনার সংক্রমণের কারণে বিভিন্ন এলাকা লকডাউনসহ নিরাপদ সামাজিক দূরত্ব বজায়ের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। তারপরও প্রতিদিন সংক্রমণের হার বাড়ছে। এ অবস্থায় ওরশ আয়োজন করা কঠিন। জনগণের স্বাস্থ্য ও নিরাপত্তার স্বার্থে স্বাস্থ্যবিধি মেনে চলা,
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.