চীনের সঙ্গে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ৩৩টি অত্যাধুনিক যুদ্ধবিমান কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।
রাশিয়ার কাছ থেকে ১২টি সুখোই এসইউ-৩০ এসকেআই এবং ২১টি মিগ-২৯এস যুদ্ধবিমান কিনছে তারা। এছাড়া, ভারতের হাতে থাকা ৫৯টি মিগ-২৯এস যুদ্ধবিমান আরও উন্নত করা হচ্ছে।
এই পুরো প্রকল্পে দেশটি খরচ করছে প্রায় ১৮ হাজার ১৪৮ কোটি রুপি। জানা গেছে, ভারতীয় বিমান ও নৌবাহিনীর জন্য ২৪৮টি এয়ার-টাইম এয়ার মিসাইল কেনার ছাড়পত্র দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
পাশাপাশি, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনকে নতুন ক্রুজ মিসাইল (১০০০ কিলোমিটার দূরে হামলা করতে সক্ষম) তৈরির ছাড়পত্রও দেয়া হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.