আরও ৩৩টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে ভারত
চীনের সঙ্গে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ৩৩টি অত্যাধুনিক যুদ্ধবিমান কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।
রাশিয়ার কাছ থেকে ১২টি সুখোই এসইউ-৩০ এসকেআই এবং ২১টি মিগ-২৯এস যুদ্ধবিমান কিনছে তারা। এছাড়া, ভারতের হাতে থাকা ৫৯টি মিগ-২৯এস যুদ্ধবিমান আরও উন্নত করা হচ্ছে।
এই পুরো প্রকল্পে দেশটি খরচ করছে প্রায় ১৮ হাজার ১৪৮ কোটি রুপি। জানা গেছে, ভারতীয় বিমান ও নৌবাহিনীর জন্য ২৪৮টি এয়ার-টাইম এয়ার মিসাইল কেনার ছাড়পত্র দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
পাশাপাশি, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনকে নতুন ক্রুজ মিসাইল (১০০০ কিলোমিটার দূরে হামলা করতে সক্ষম) তৈরির ছাড়পত্রও দেয়া হয়েছে।