মিয়ানমারে ভূমিধসে ১৬২ খনি শ্রমিকের মৃত্যু

বার্তা২৪ প্রকাশিত: ০২ জুলাই ২০২০, ২৩:৫৯

মিয়ানমারের উত্তরাঞ্চলে একটি জেড পাথরের খনিতে ভূমিধসে ১৬২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা। এ ঘটনায় আহত আরও ৫৪ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে

বৃহস্পতিবার (২ জুলাই) কাচিন প্রদেশে ভারি বৃষ্টিপাতের ফলে এ ভূমিধসের ঘটনা ঘটে।

মিয়ানমারের ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে শ্রমিকরা পাহাড়ি অঞ্চলে পাথর সংগ্রহ করছিল। এ সময় ভারি বৃষ্টিপাতের ফলে ভূমিধসে খনিতে কর্মরত শত শত শ্রমিক কাদার স্তরে আটকে পড়ে। নিখোঁজ শ্রমিকদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে মিয়ানমারের ফায়ার সার্ভিস। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

মিয়ানমারের জেড পাথরের খনিতে কাজ করতে গিয়ে প্রতি বছরই অনেক শ্রমিক মারা যান। এ খনিজ শিল্পে কম বেতনে অভিবাসী শ্রমিকদের কাজে লাগানো হয়। মিয়ানমারে এই ব্যবসা যথেষ্ট লাভজনক হলেও অব্যবস্থাপনা রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও