কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

থাইল্যান্ড স্মার্ট হাসপাতালে চালকবিহীন গাড়ির পরীক্ষামূলক ব্যবহার

পূর্ব পশ্চিম প্রকাশিত: ০২ জুলাই ২০২০, ২১:৩২

চালকবিহীন গাড়ি ব্যবহারের লক্ষ্যে হুয়াওয়ে, থাইল্যান্ড ন্যাশনাল ব্রডকাস্টিং ও টেলিকমিউনিকেশন কমিউনিকেশন (এনবিটিসি) এবং সিরিরাজ হাসপাতাল যৌথভাবে সম্প্রতি প্রথমবারের মতো থাইল্যান্ডের স্মার্ট হাসপাতালে ‘আনম্যানড ভেহিকেল পাইলট প্রজেক্ট ড্রাইভিং থাই হেলথকেয়ার টু ফাইভজি এরা’ চালু করেছে।

বৃহস্পতিবার (২ জুলাই) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, হুয়াওয়ের ফাইভজি প্রযুক্তির সুবিধা নিয়ে এ চালকবিহীন গাড়িগুলো কোনো সংস্পর্শ ছাড়াই চিকিৎসাসেবা সংক্রান্ত উপকরণ সরবরাহ করতে পারবে। সম্পর্কিত খবর বিনামূল্যে করোনা পরীক্ষার দাবিতে সড়ক অবরোধদেশে প্রথম করোনার ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণাবঙ্গবন্ধু মেডিকেলে ৩৭০ শয্যার করোনা সেন্টার বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের প্রযুক্তি জটিল পরিবেশে কার্যক্রম চালাতে সক্ষম বলে লিজিস্টিক সেবায় মানুষের বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে। চালকবিহীন এ গাড়ি নিরাপদ, সহজে ব্যবহারযোগ্য, সাশ্রয়ী সমাধান এবং স্বাস্থ্যকর্মীদের কাজের চাপ কমিয়ে রোগীদের সুরক্ষা নিশ্চিতেও বেশ কার্যকর। এর ফলে, সামনের দিনগুলোতে জাতীয় স্বাস্থ্য খাতকে স্মার্ট হাসপাতালের রূপ দেওয়ার জন্য ক্রমান্বয়ে ফাইভজি প্রযুক্তি ব্যবহার করা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও