সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার তদন্ত চালাচ্ছে মুম্বাই পুলিশ। সম্প্রতি সঞ্জনা সঙ্গীর বয়ান নিয়েছে তারা। সুশান্তের শেষ অভিনীত ছবি ‘দিল বেচারা’র নায়িকা সঞ্জনা। প্রায় ৯ ঘণ্টা বলিউডের এই নবাগত নায়িকাকে জিজ্ঞাসাবাদ করেছে মুম্বাই পুলিশ। তবে এবার পুলিশ বিটাউনের ‘হেভিওয়েট’ কিছু তারকাকে তলব করতে চলেছে বলে জোর গুঞ্জন। এ তালিকায় সঞ্জয় লীলা বানসালি, কঙ্গনা রনৌত ও শেখর কাপুরের মতো তারকাদের নাম আছে।
বান্দ্রা পুলিশ সুশান্তের আত্মীয়-পরিজন, বন্ধুবান্ধব ও পেশাগত সম্পর্কে জড়িত বেশ কিছু ব্যক্তির বয়ান নিয়েছে। শোনা যাচ্ছে, এবার বলিউডের নামজাদা চিত্র নির্মাতা সঞ্জয় লীলা বানসালিকে ডেকে পাঠাবে বান্দ্রা পুলিশ। ৩৪ বছর বয়সী এই সুপারস্টারের আত্মহত্যার রহস্যের জট খুলতে পুলিশ এই কেসের সঙ্গে জড়িত সবাইকে জিঞ্জাসাবাদ করবে। সম্ভবত কাল, অর্থাৎ শুক্রবার বেলা ১১টা নাগাদ বানসালি বান্দ্রা পুলিশ স্টেশনে আসতে পারেন। সুশান্তের আত্মহত্যার ঘটনার সঙ্গে বানসালির নাম উঠে আসার পেছনে আছে একটি ছবি। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ব্লকবাস্টার ছবি ‘গলিয়ো কি রাসলীলা রাম–লীলা’-তে প্রথমে সুশান্তের অভিনয়ের কথা ছিল। পরে দীপিকার বিপরীতে, সুশান্তের পরিবর্তে রণবীর সিংকে নেওয়া হয়। পুলিশ বানসালির কাছ থেকে এই রদবদলের প্রকৃত কারণ জানতে চায়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.