অবশেষে খোলা হলো স্পেন ও পর্তুগালের সীমান্ত
পর্তুগাল-স্পেনের সীমান্ত খুলে দেওয়া হয়েছে। তিন মাসের বেশি সময় পরে গতকাল বুধবার দুই দেশের সীমান্ত খুলে দেওয়া উপলক্ষে উপস্থিত ছিলেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ এবং প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো দে সজা এবং প্রধানমন্ত্রী অ্যান্তোনিও কস্তা। পর্তুগালের পোর্তালেগ্রে জেলার ক্যাসেল অব দ্য রাইন্না সিটি অব এলভাসে এক অনুষ্ঠানের মাধ্যমে সীমান্ত খুলে দেওয়া হয়। এ যেন এক গভীর আবেগঘন মুহূর্ত, এ যেন এক নতুন অভিজ্ঞতা।
দুই দেশের সরকারপ্রধানদের উপস্থিতিতে বর্তমান মহামারির প্রেক্ষাপটে সীমান্ত খুলে দেওয়া নিয়ে একটি আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পর্তুগালের প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। কারণ আমাদের প্রজন্মের মধ্যে কখনোই দুই দেশের মধ্যে সীমানা বন্ধ হয়নি এবং আমাদের পুনরায় সীমানা খোলার প্রয়োজনও হয়নি, এখানে অবস্থিত দুর্গগুলো বহু শতাব্দী ধরে দুই দেশের সীমান্তরক্ষীরাই নিজেদের করে নেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়েছেন এবং সে জায়গায় আজ দুই দেশকে কাছে টানার জন্য আমরা একত্র হয়েছি।