কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গ্যালাক্সি এম৩১ ডিভাইসের নতুন সংস্করণ নিয়ে এলো স্যামসাং

পূর্ব পশ্চিম প্রকাশিত: ০২ জুলাই ২০২০, ১৭:০৭

সম্প্রতি দেশের বাজারে গ্যালাক্সি এম৩১ ডিভাইসের (৮জিবি র‌্যাম+১২৮জিবি ইন্টারনাল স্টোরেজ) নতুন আরেকটি সংস্করণ উন্মোচন করেছে স্যামসাং বাংলাদেশ। বৃহস্পতিবার (২ জুলাই) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শক্তিশালী ব্যাটারির নতুন এ ডিভাইসটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২৭ হাজার ৯৯৯ টাকা। এর আগে চলতি বছরের মে মাসে ব্র্যান্ডটি এ ডিভাইসের আগের সংস্করণ (৬জিবি র‌্যাম+৬৪জিবি ইন্টারনাল স্টোরেজ) বাজারে অবমুক্ত করে।

বাজারে অবমুক্ত হওয়ার পর স্যামসাং গ্যালাক্সি এম৩১ ডিভাইসের পূর্ববর্তী সংস্করণটি ক্রেতাদের মাঝে ইতিবাচক সাড়া ফেলে; আর এ জনপ্রিয়তার ধারাবাহিকতায় দেশের বাজারে স্যামসাং বাংলাদেশ গ্যালাক্সি এম৩১ ডিভাইসটির নতুন সংস্করণ নিয়ে এসেছে। ৮ জিবি র‌্যামের গ্যালাক্সি এম৩১ ডিভাইসটিতে আগের সংস্করণের অনুরূপ স্পেসিফিকেশনই আছে। তবে, আগের ও নতুন সংস্করণে র‌্যাম ও রমের ক্ষেত্রে তফাৎ রয়েছে। অ্যান্ড্রয়েড ১০ চালিত এ স্মার্ট ডিভাইসটিতে দ্রুতগতির পারফরমেন্সের জন্য রয়েছে ওয়ান ইউআই ইন্টারফেসের ওয়ান ইউআই ২.০। ডিভাইসটিতে রয়েছে ৬.৪ ইঞ্চি ফুল-এইচডি+ ইনফিনিটি-ইউ ডিসপ্লে। অক্টা-কোর এক্সিনোস ৯৬১১ এসওসি ভিত্তিক ডিভাইসটি রয়েছে ৮জিবি র‌্যাম। কোয়াড রিয়ার ক্যামেরার এ ডিভাইসটির পেছনে ৬৪ মেগাপিক্সেলের মেইন ক্যামেরাসহ আরও তিনটি ক্যামেরা রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও