ফুটবলে হাতেখড়ি তার নিউয়েলস ওল্ড বয়েজে। শৈশবের এই ক্লাব থেকেই বার্সেলোনার লা মাসিয়ায় পাড়ি জমান লিওনেল মেসি। অনেকবারই আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেছেন, ক্যারিয়ারের একসময় তিনি ফিরতে চান নিউয়েলসে। আর্জেন্টাইন ক্লাবটির ভক্ত ও বোর্ড সদস্যরাও আশায় আছেন মেসি ফিরবেন একদিন। এই যেমন এবার...