You have reached your daily news limit

Please log in to continue


‘মানুষকে উজ্জীবিত করার আহ্বান’

করোনার এ দহনকালে শিল্পীদের মানুষকে উজ্জীবিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ। বৃহস্পতিবার (২ জুলাই) এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছেন সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়। তিনি বলেন, সমগ্র পৃথিবী আজ গভীর সঙ্কটে পতিত। দেশের অর্থনীতি ধ্বংসের পথে এবং মানুষের মধ্যে গভীর হতাশা বিরাজ করছে। সারাবিশ্ব আজ আতঙ্কিত এ ভেবে যে, কবে মানুষ আবার স্বাভাবিক ছন্দে ফিরবে। ‘এ অবস্থায় দেশের পেশাদার ও অপেশাদার সঙ্গীত শিল্পী সমাজের প্রতি অনুরোধ, বর্তমান পরিস্থিতিতে মানুষকে মানসিকভাবে উজ্জীবিত রাখার জন্য আপনার নিজস্ব পরিবেশনা নিয়ে পাশে দাঁড়ান। আপনার ভক্তদের আপনি বেঁচে থাকার অনুপ্রেরণা যোগান। অর্থ প্রাপ্তি সবসময় কাম্য নাও হতে পারে। শিল্পীরাও সমাজের অংশ। ফলে সমাজের প্রতি সবার দায়বদ্ধতা রয়েছে। সেই জায়গা থেকেই এ করোনাকালে যার যার সামর্থ্য অনুযায়ী, ফেসবুক লাইভে সঙ্গীত পরিবেশনার মাধ্যমে জনগণকে মানসিকভাবে চাঙ্গা রাখা, মানুষের প্রতি ভালোবাসার একটি উদাহরণ সৃষ্টি হতে পারে। তিনি আরও বলেন, দেশের সব মানবিক শিল্পীর প্রতি অনুরোধ, বর্তমান পরিস্থিতিতে বিবেকবান শিল্পীরা মানুষের প্রয়োজনে মানুষের গান নিয়ে হতাশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন