তাদের ‘হোম কোয়ারেন্টাইন’ ও ‘গৃহযুদ্ধ’
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ০২ জুলাই ২০২০, ১৪:২৩
বড় পর্দার অভিনেতা আমান রেজা। বিজ্ঞাপনেও এই চিত্রতারকা বেশ পরিচিত। অর্থাৎ মডেল হিসেবেও টিভি পর্দায় তাকে নিত্য দেখা যায়। কাজ করেছেন ভারতের টেলিভিশন বিজ্ঞাপনে। এমন কী ব্রিটেনেরও একটি বিজ্ঞাপনের মডেল হয়েছেন আমান।
সম্প্রতি বিজ্ঞাপনের পাশাপাশি দুটি নাটকে অভিনয় করেছেন এ অভিনেতা। একটি নাটকের নাম ‘হোম কোয়ারেন্টাইন’, অন্যটির নাম ‘গৃহযুদ্ধ’। দুটিরই পরিচালক কাজী সোহাগ ও লিখেছেন রুহুল আমিন পথিক। ‘হোম কোয়ারেন্টাইন’ আমানের সঙ্গে জুটি বেঁধেছেন রিমি করিম। আরো অভিনয় করেছেন দিলু, তুর্কি, নিলিমসহ অনেকে। অন্যদিকে ‘গৃহযুদ্ধ’ নাটকে আমানের বিপরীতে রয়েছেন প্রকৃতি। নির্মাতা সুত্রে জানা গেছে, সম্প্রতি গাজীপুরের স্বপ্নের ঠিকানা শুটিং হাইজে নাটক দুটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। দুটি নাটকই বেসরকারি টেলিভিশন চ্যানেল নাগরিক টিভির পর্দায় প্রচারিত হবে।
- ট্যাগ:
- বিনোদন
- অভিনেতা
- বাংলা নাটক
- আমান রেজা
- 1. বাংলাদেশ