সেই ভিক্ষুক প্রতিবন্ধী এখন দোকানদার

আরটিভি প্রকাশিত: ০২ জুলাই ২০২০, ১৩:২০

পাঁচ সদস্যর পরিবার। উপার্জন করার মতো পরিবারে কেউ নেই। নিজেও শারীরিক প্রতিবন্ধী পিরোজপুরের ইমদাদুল সিকদার। তার ভিক্ষা করার ছবি নায়ক ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের কাছে পাঠায় ওই অঞ্চলের একব্যক্তি। ইমদাদুল সিকদারের কঠিন জীবনের গল্প শোনার পর চোখে জল চলে আসে নায়কের।

ইমদাদুল সিকদারের কাছে জায়েদ খান জানতে চান তার জন্য কী করলে খুশি হবেন। জবাবে ইমদাদুল বলেন, আমাকে একটি দোকান করে দেন। একটি দোকান হলে আমাকে আর ভিক্ষা করতে হবে না। আমি নিজে কর্ম করেই জীবিকা নির্বাহ করতে চাই। কিন্তু আমার সেই অর্থ নেই যে একটি দোকান করবো। সেই ভিক্ষুক শারীরিক প্রতিবন্ধী ইমদাদুল সিকদারের চাওয়া অবশেষে পূরণ হলো। আর মানুষের দুয়ারে হাত পাততে হবে না তাকে। জায়েদ খানের সংগঠন সাপোর্টের পক্ষ থেকে ইমদাদুলকে দোকান করে দেয়া হয়েছে আজ বৃহস্পতিবার (২ জুলাই)।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও