বলিউড তারকারা সাধারণত বিলাশ বহুল ফ্ল্যাটে থাকতেই পছন্দ করেন। তার বাড়ি ভাড়াও করতে হয় বেশ চড়া দামে। সম্প্রতি নতুন বাড়ি ভাড়া নিয়েছে বলিউডের জনপ্রিয় নায়ক হৃত্বিক রোশন। মুম্বাইয়ের জুহুতে একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন তিনি। তার বাড়ির এক মাসের ভাড়া কত? শুনলে চমকে যাবেন দর্শক।
ভারতীয় এক গণমাধ্যম সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৮ জুন থেকে ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত জুহুর ওই ফ্ল্যাট ভাড়া নিয়েছেন হৃত্বিক। প্রথম তিন বছর পর প্রতি মাসে হৃত্বিককে ৯ লক্ষ করে প্রতি মাসে ভাড়া দিতে হবে বলে। বাকি দুই বছর এই বাড়ির জন্য ভাড়া গুনতে হবে ৮ লক্ষ ২৫ হাজার টাকা করে। পাঁচ বছরের এই বাড়ির মোট ভাড়া হচ্ছে প্রায় ৫ কোটি ২২ লাখ । প্রসঙ্গত লকডাউন শুরু হওয়ার পর দুই ছেলের জন্য হৃত্বিকের বাড়িতে এসে বসবাস শুরু করেন তার প্রাক্তন স্ত্রী সুজান খান। শোনা যাচ্ছে, জুহুর যে অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট ভাড়া নিয়েছেন হৃত্বিক, সেখানে আগে থেকেই অক্ষয় কুমারের ফ্ল্যাট রয়েছে। জনতা কারফিউের দিন ওই একই অ্যাপার্টমেন্টে একসঙ্গে দেখা যায় অক্ষয় কুমার এবং হৃত্বিক রোশনকে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.