জঙ্গি দমনে যেভাবে কাজ করছে অ্যান্টি টেররিজম ইউনিট

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০২ জুলাই ২০২০, ১০:২৪

কিশোর, তরুণ ও শিক্ষার্থীদের মধ্যে জঙ্গিবাদ বিরোধী সচেতনতা সৃষ্টির বিষয়টিকে প্রধান টার্গেট করে কার্যক্রম চালিয়ে যাচ্ছে জঙ্গিবাদ বিরোধী পুলিশের বিশেষায়িত সংস্থা ‘অ্যান্টি টেররিজম ইউনিট’। সংশ্লিষ্টরা বলছেন, জঙ্গিদের প্রধান টার্গেটই হচ্ছে শিক্ষার্থী, কিশোর ও তরুণরা। তাই কীভাবে তাদের জঙ্গিবাদের থাবা থেকে রক্ষা করা যায়, সেদিকেই খেয়াল রাখছে অ্যান্টি টেররিজম ইউনিট। সেজন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মোটিভেশনাল প্রোগ্রাম চালানো হচ্ছে পুরোদমে। এছাড়া দেশের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে কীভাবে জঙ্গি ও সন্ত্রাসবাদ বিরোধী কাজগুলো এগিয়ে নেওয়া যায়, সেই কাজ চলছে বলে জানান সংশ্লিষ্টরা।

অ্যান্টি টেররিজম ইউনিট সূত্র জানায়, জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে আগে বেশি কাজ করতো র‌্যাব। ২০১৩ সালের পর থেকে টার্গেট কিলিং শুরু করে জঙ্গিরা। ২০১৫ সালের দিকে টার্গেট কিলিং বেড়ে গেলে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর জঙ্গিবাদ দমনে ২০১৬ সালের শুরুর দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অধীনে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) নামে একটি নতুন ইউনিট গঠন করা হয়। ডিএমপির ইউনিট হিসেবে তাদের কার্যক্রমের পরিধিও ঢাকাতেই সীমাবদ্ধ ছিল। তবে আইজিপির নির্দেশে ঢাকার বাইরেও তাদের অপারেশন চালাতে হয়েছিল। যে কারণে জাতীয়ভাবে কাজ করতে পুলিশের কাঠামোতে ‘অ্যান্টি টেররিজম ইউনিট’ নামে আরেকটি ইউনিট চালুর উদ্যোগ নেয় সরকার। ২০১৭ সালের ২০ সেপ্টেম্বর অ্যান্টি টেররিজম ইউনিটের অনুমোদন দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। পুলিশের সাংগঠনিক কাঠামোতে এই ইউনিটের গঠন ও এর কার্যক্রম পরিচালনার জন্য ৫৮১টি পদ সৃষ্টি করা হয়। এরমধ্যে স্থায়ীভাবে ৩১টি ক্যাডার পদ এবং ৫৫০টি পদ অস্থায়ীভাবে সৃষ্টি করা হয়। যানবাহন যুক্ত করা হয় ৪১টি।

পুলিশ সদর দফতরের একজন কর্মকর্তা জানান, অ্যান্টি টেররিজম ইউনিটের কার্যক্রম এখন রাজধানীর বারিধারার বি-ব্লকের ৩৫ নম্বর বাড়ির অস্থায়ী কার্যালয়ে চলছে। স্থায়ীভাবে অ্যান্টি টেররিজম ইউনিটের কার্যালয় স্থাপনের জন্য পূর্বাচলের পাশে জমি নির্ধারণ করা হয়েছে। একই জায়গায় পুলিশ লাইনও স্থাপন করা হবে। ইউনিটের জন্য যানবাহন ছাড়াও টেকনোলজিক্যাল যন্ত্রপাতি ও সরঞ্জাম কেনা হচ্ছে। এছাড়া এই ইউনিটের মধ্যেই এলআইসি (ল’ফুল ইন্টারসেপশন সেল) শাখা হবে। যা এখন পুলিশ সদর দফতর থেকে পরিচালিত হচ্ছে একজন এআইজির তত্ত্বাবধানে।

অ্যান্টি টেররিজম ইউনিটের বর্তমান কার্যক্রম ও সক্ষমতার বিষয়ে জানতে চাইলে ইউনিটের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) মো. মনিরুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, সক্ষমতা বলতে আইনি সক্ষমতা, সরঞ্জামের সক্ষমতা এবং জনবলের সক্ষমতা। জনবলের সক্ষমতার একটা পর্যায়ে আমরা গিয়েছি। আর সরঞ্জামের সক্ষমতার ক্ষেত্রে কিছু এসেছে। কিছু প্রক্রিয়াধীন আছে। ইউনিটের পক্ষ থেকে আমরা একটা চাহিদাও দিয়েছি সরকারকে। এগুলো সরকারের বিবেচনাধীন আছে। তারপর নিজস্ব ভবন, পুলিশ লাইন ও প্রশিক্ষণের ব্যবস্থার বিষয়গুলো সরকারের বিবেচনাধীন আছে। কিছু হচ্ছে। কিছু পাইপ লাইনে আছে। আর ইতোমধ্যে আমাদের জনবলের একটা অংশ এসেছে। প্রশিক্ষণ চলছে। বিশেষায়িত একটা ইউনিট গড়ে তুলতে তো সময় লাগে। এখানে মূল শক্তিটা হচ্ছে ক্যাপাসিটি। আমরা নানামুখী প্রশিক্ষণের মধ্যে আছি।

অ্যান্টি টেররিজম ইউনিটের ঊর্ধ্বতন এই কর্মকর্তা আরও বলেন, ইউনিটের জন্য একটি ডাটা সেন্টারসহ আরও কিছু জিনিসের কাজ চলছে। যেমন একটা ভবন করলে দেখা যায়। কিন্তু একটা ডাটাবেজ করলে দেখা যায় না। অথচ এ ধরনের সংস্থার জন্য ভবনের চেয়ে ডাটাবেজটা বেশি জরুরি। পর্দার আড়ালে এ ধরনের কিছু কাজ চলছে। আর এ সংস্থার অনেকগুলো কাজ হচ্ছে অপ্রকাশ্যে। যেগুলো সংগত কারণেই প্রকাশ করা হয় না। বিধিমালা পাশ হওয়ার পর বেশ কিছু অপারেশন হয়েছে। অন্তত ১০টা মামলা আমরা নিজেরা তদন্ত করেছি। নিজেরা বাদী হয়ে কিছু মামলা দায়ের করেছি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রধান টার্গেট করে মোটিভেশনাল কাজগুলো এগিয়ে নেওয়া হচ্ছে। এ বছরের শুরুতে নতুন গতিতে কার্যক্রম শুরু করা হয়েছিল। কিন্তু করেনার কারণে সেটা কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। অপারেশনাল কার্যক্রমটাও কিছুটা স্তিমিত। তবে অ্যান্টি টেররিজম পুলিশের অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিট হবে। সরকারও এটাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। গড়ে উঠতে একটু সময় লাগবে। সময় দিতে হবে। আমরা আমাদের কাজের ভিত্তিটা শক্ত করেই গড়ে তুলছি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও