কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


জার্মানিতে আবার শরণার্থী বাড়ার আশঙ্কা

জার্মানির উন্নয়ন মন্ত্রী গ্যের্ড ম্যুলার বুধবার বলেন, করোনা সংক্রমণের প্রকোপ বাড়তে থাকায় দেশে নতুন করে বাড়তে পারে শরণার্থী সংখ্যাও৷উন্নয়নশীল দেশগুলি থেকেই শরণার্থীদের ঢল নতুন করে নামতে পারে জার্মানিতে, এমন আশঙ্কা করছেন উন্নয়নমন্ত্রী গ্যের্ড ম্যুলার৷ এর সমাধান হিসাবে তিনি তিন বিলিয়ন ইউরো (প্রায় ২৯ হাজার কোটি টাকা) মূল্যের সাহায্য প্যাকেজ ঘোষণা করেন, যা যাবে উন্নয়নশীল দেশগুলির করোনা মোকাবিলা খাতে৷ এ বিষয়ে তিনি বলেন, ‘‘ইউরোপে আমরা করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আনতে পারলেও বিশ্বের অন্যান্য জায়গায় এই সমস্যা সর্বগ্রাসী আকার ধারণ করেছে৷ আমাদের চিন্তা এটাই যে, সেই সমস্ত দেশে সংক্রমণের সর্বোচ্চ পর্যায় এখনো আসেনি৷'' যদি এই সমস্যাকে সমূলে বিনাশ না করা হয়, তাহলে তা নতুন করে জার্মানির জন্য শরণার্থী সংকট সংকট সৃষ্টি করতে পারে বলেও মনে করেন ম্যুলার৷ ‘‘আমাদের করোনা মোকাবিলায় সমস্ত প্রচেষ্টা অর্থহীন হয়ে যাবে এমনটা হলে,'' বলেন তিনি৷
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন