You have reached your daily news limit

Please log in to continue


ইসরায়েলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেবে না যুক্তরাজ্য : বরিস জনসন

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ইসরায়েলকে তার সার্বভৌম এলাকা জুডিয়া, সামেরিয়া এবং জর্ডান উপত্যকা পর্যন্ত না বাড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন। বুধবার হিব্রু ভাষায় প্রকাশিত ইসরায়েলি দৈনিক ইয়েদিট আহরনট প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। নিজেকে একজন ইসরায়েলের অনুরাগী হিসেবে অভিহিত করে বরিস জনসন বলেন, ইসরায়েল যদি তার সার্বভৌম এলাকা বাড়ানোর পরিকল্পনা থেকে সরে না আসে তবে সেটা হবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তিনি বলেন, 'আমি গভীরভাবে আশা করি যে ইসরায়েল তার সংযুক্তি আর বাড়াবে না। যদি উভয় পক্ষের সম্মতি ছাড়া ইসরায়েল একতরফাভাবে সীমানা বৃদ্ধি করে, তাহলে লন্ডন ১৯৬৭ সালের সীমানার বাইরের অতিরিক্ত অংশকে স্বীকৃতি দেবে না।' জনসন বলেন, আমাদের এখন এই মুহূর্তে সমস্যাটির সমাধানে আরো জোরালোভাবে আলোচনার টেবিলে ফিরে আসতে হবে এবং যৌক্তিক সমাধান খুঁজতে হবে। তবে ফিলিস্তিনিদের ইসরায়েলের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব নাকচ করার বিষয়টি বরিস জনসন তাঁর বক্তব্যে উল্লেখ করেননি। পয়লা জুলাই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনের পশ্চিম তীরের ৩০ শতাংশ জমি অধিগ্রহণ করার লক্ষ্যে একটি বড় পদক্ষেপ নিতে যাবেন বলে আগেই জানা গেছে৷ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রকল্পের অন্তর্ভুক্ত এই চাল বিশ্বজুড়ে নানামুখী প্রতিক্রিয়া সৃষ্টি করেছে৷
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন