চট্টগ্রামে দু'সপ্তাহে তৈরি বিদ্যানন্দের ১শ’ শয্যার হাসপাতাল
চট্টগ্রামে মাত্র দু'সপ্তাহে ১শ’ শয্যার ফিল্ড হাসপাতাল তৈরি করে করোনা রোগীদের জন্য উন্মুক্ত করে দিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। সাধারণ মানুষের টাকায় নির্মিত এই হাসপাতাল ব্যবহৃত হবে জনগণের সেবায়। যেখানে শুধুমাত্র আইসিইউ ছাড়া বাকি সব সুযোগ সুবিধায় নিশ্চিত করা হচ্ছে।
নগরীতে জনসংখ্যার তুলনায় হাসপাতালের সংখ্যা একেবারে নগণ্য। এর মাঝে করোনা রোগীর সংখ্যা আশংকাজনক হারে বাড়তে থাকায় পুরো চিকিৎসা কার্যক্রমই ভেঙে পড়ার উপক্রম। হাসপাতালে হাসপাতালে ঘুরেও করোনা রোগীরা সেবা পাচ্ছেন না। এই অবস্থায় করোনা রোগীদের সেবায় এগিয়ে এসেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। পুলিশের সহযোগিতায় নগরীর পতেঙ্গা এলাকায় মাত্র দু'সপ্তাহে তৈরি করেছে ১০০ শয্যার ফিল্ড হাসপাতাল।
সিএমপি কমিশনার মো. মাহবুবর রহমান জানান, আমরা এই হাসপাতালের মাধ্যমে নগরবাসীকে সহযোগিতা করতে প্রস্তুত আছি। যারা প্রান্তিক লেভেলের করোনা রোগী আছেন তারা এই হাসপাতালে সেবা পাবেন। এই হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থার পাশাপাশি প্রতিটি বেডের সাথে সংযুক্ত থাকছে করোনা রোগীদের জন্য অত্যাবশীয় অক্সিজেন সিলিন্ডার। এই হাসপাতালে নিয়মিত চিকিৎসকদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশি চিকিৎসকরা এখানে স্বেচ্ছাশ্রমে চিকিৎসা দিবেন।
সিএমপি বিদ্যানন্দ ফিল্ড হাসপাতালের সমন্বয়কারী মোহাম্মদ জামাল উদ্দিন জানান, আমাদের সেন্ট্রাল অক্সিজেন সেন্টার রয়েছে। কোভিড রোগীর জন্যে বেসিক যা প্রয়োজন সেটির নিশ্চয়তা এখানে আছে এবং আমাদের সেবা। সংক্রামক ব্যাধি হওয়ার কারণে চিকিৎসা সংশ্লিষ্ট কর্মচারী পাওয়া কঠিন বিষয়। তাই হাসপাতালেই প্রস্তুত করা হচ্ছে দক্ষ স্বেচ্ছাসেবক টিম। চলছে নিবিড় প্রশিক্ষণ এবং মোটিভেশনাল কার্যক্রম।