গৌরীপুরে মেছো বাঘ উদ্ধার
ময়মনসিংহের গৌরীপুরে বিরল প্রজাতির একটি মেছো বাঘের শাবক উদ্ধার করা হয়েছে। বুধবার (১ জুলাই) দুপুরে পৌর শহরের নতুন বাজার এলাকার টুটুলের ব্যবসা প্রতিষ্ঠান থেকে শাবকটি উদ্ধার করা হয়।
জানা গেছে, বুধবার (১ জুলাই) দুপুরে নতুন বাজার এলাকায় নিজের ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছিলেন টুটুল। এসময় হঠাৎ মেছো বাঘের শাবকটি দৌড়ে এসে তার প্রতিষ্ঠানে ঢুকে পড়লে আতঙ্কিত হয়ে পড়েন তিনি। স্থানীয়রা লাঠি সোটা নিয়ে মেছো বাঘের শাবকটিকে মারতে গেলে হোসেন তারেক নামে এক যুবক শাবকটিকে উদ্ধার করে।
বর্তমানে শাবকটি খাঁচায় বন্দী করে পৌর শহরের উত্তর বাজারের মোবাইল ব্যবসায়ী শফিকুল ইসলাম অপুর দোকানের সামনে রাখা হয়েছে। এদিকে মেছো বাঘের শাবক উদ্ধারের খবর পেয়ে শাবকটি দেখতে বিভিন্ন জায়গা থেকে লোকজন ছুটে আসছে। অনেকেই খাঁচার সামনে মোবাইল নিয়ে মেতে উঠছে ছবি ও সেলফি তুলতে।
শফিকুল ইসলাম অপু বলেন, উদ্ধারকৃত শাবকের গায়ে বাঘের শরীরের ডোরাকাটার মতো দাগ রয়েছে। আমাদের অঞ্চলে এই প্রাণীটি বাঘাইল্যা নামে পরিচিত। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনকে জানানো হয়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- মেছো বাঘ উদ্ধার
- গৌরীপুর