গয়নার উজ্জ্বলতা ধরে রাখার গোপন রহস্য জানেন কি?
সিলিকা ব্যাগের ব্যবহার সম্পর্কে কমবেশি সবাই জানেন। নতুন ব্যাগ কিংবা জুতা কিনলেই ভেতরে ছোট্ট বালিশের মতো দানা ভরা যে থলে থাকে, ওগুলোই হল সিলিকা জেল। তবে ঘরে এনে সঙ্গে সঙ্গেই ফেলে দেন। এরপর আর এই ভুল করবেন না। এর ব্যবহারগুলো জেনে রাখুন- > সিলিকা ব্যাগ বিভিন্ন কাজে লাগে। গয়নার উজ্জ্বলতা নষ্ট হয়ে হয়ে যাচ্ছে।
উপায় মিলবে সিলিকা ব্যাগে। গয়নার বাক্সে আলাদা করে বহু যত্নে গয়না রাখলেও কালচে হয়ে যায় তা। সেই সমস্যা থেকে মুক্তি পেতে জুয়েলারি বক্সে সিলিকা জেলের ছোট প্যাকেট রেখে দিন। এতে করে সিলিকা জেল বাতাসের বাড়তি আর্দ্রতাকে শোষণ করে গয়না চকচকে রাখবে। > কাপড়ের ড্রয়ারের ভেতরেই একসঙ্গে অনেক ধরনের জিনিস রাখা হয়। এতে করে সহজেই ড্রয়ারের ভেতরে ভ্যাপসা গন্ধ তৈরি হয়। এই সমস্যা এড়াতে প্রতিটি ড্রয়ারে কয়েকটি সিলিকা জেলের ব্যাগ রেখে দিতে হবে। বাজে গন্ধের সমস্যা আর থাকবে না।
এছাড়াও অনেক সময় ক্যামেরা ও লেন্সে খুব সহজেই ছাতা পড়ে যায়। ক্যামেরা ও লেন্সকে দীর্ঘদিন সুরক্ষিত রাখতে ক্যামেরা ও লেন্সের ব্যাগের ভেতরে কয়েকটা সিলিকা জেল রেখে দিন ও নিশ্চিন্ত থাকুন।