আম্ফানে ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীদের পাশে ওয়ার্ল্ডফিশ
ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত ৪২৬টি মৎস্যজীবী পরিবারের জন্য ২৪ লাখ ৬০ হাজার টাকার মানবিক সহায়তা কর্মসূচি হাতে নিয়েছে ওয়ার্ল্ডফিশ বাংলাদেশ। মঙ্গলবার (৩০ জুন) সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আসাদুজ্জামান রাসেল এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউএসএআইডির অর্থায়নে সংস্থার ইকোফিশ-২ প্রকল্পের আওতায় উখিয়া, মহেশখালী, টেকনাফ ও কক্সবাজার সদর উপজেলার ২০০টি পরিবারের মধ্যে ছাগল, ভেড়া, হাঁস, মুরগি ও শাক-সবজির বীজ বিতরণ করা হবে।
একই সঙ্গে ৪৪টি মাছ ধরার নৌকা পুনর্নির্মাণে সহায়তা করা হবে। ওয়ার্ল্ড ফিশ কক্সবাজারের ফিশারি ল্যান্ডিং সেন্টারে কর্মরত ৫০ জন মৎস্য শ্রমিকের মাঝে নগদ ২৫ হাজার টাকা এবং ৭ জন সামুদ্রিক শৈবাল এবং ঝিনুক চাষীদের মধ্যে ৭ হাজার করে টাকা বিতরণ করবে। এ ছাড়াও সংস্থাটির পক্ষ থেকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীদের ১০০টি ঘর পুনর্নির্মাণে সহায়তা করবে। এমএফ/জেআইএম