করোনাভাইরাসের প্রতিনিয়তই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় এ তালিকায় আরো যোগ হলো পাঁচ হাজার ৭২ জন। বাড়ছে আক্রান্তের সংখ্যাও; একদিনে মোট শনাক্ত হয়েছে এক লাখ ৭৪ হাজার মানুষের শরীরে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৫ লাখ ১৩ হাজার ৯১৩ জন।
আক্রান্ত হয়েছেন এক কোটি পাঁচ লাখ ৮৫ হাজারের বেশি। তবে স্বস্তির খবর হচ্ছে, এরইমধ্যে ৫৭ লাখ ৯৫ হাজার ৯ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। ব্রাজিলে আগের দিনের চেয়ে প্রায় দ্বিগুণ মানুষ মারা গেল মঙ্গলবার। গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ১ হাজার ২৮০ জনের মৃত্যুর খবর জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এখন পর্যন্ত ব্রাজিলে করোনায় মারা গেছেন ৫৯ হাজার ৫৯৪ জন। এছাড়া দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৪ লাখ ৮৪ হাজার।
করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র ৭৬৪ জনের মৃত্যু দেখলো। সবমিলিয়ে দেশটিতে ভাইরাসজনিত কারণে এক লাখ ৩০ হাজারের বেশি প্রাণ গেল। হঠাৎ করে কয়েকটি রাজ্যে বেড়েছে শনাক্তের হারও। মোট প্রায় ২৭ লাখ ২৭ হাজারের বেশি সংক্রমিত। এরপরই এদিন মৃত্যুর তালিকায় শীর্ষে ছিল ভারত। পাঁচ শতাধিক মৃত্যুতে মোট প্রাণহানি ১৭ হাজারের বেশি। নতুন ১৮ হাজার সংক্রমণে, মোট আক্রান্ত পৌনে ছয় লাখ। দেশটির কয়েকটি রাজ্যে করোনার প্রকোপ এখনও বাড়ছে। মেক্সিকোতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৮৭৩ জন। সবমিলিয়ে দেশটিতে ভাইরাসজনিত কারণে ২৭ হাজারের বেশি প্রাণ গেল। গত একদিনে দেশটিতে শনাক্ত চার হাজার ৮০৫ জন। মোট প্রায় ২ লাখ ২০ হাজারের বেশি সংক্রমিত।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.