![](https://media.priyo.com/img/500x/https://www.banglanews24.com/media/imgAll/2020July/sm/grameenphone2019082519222220200701024555.jpg)
গ্রামীণফোনে ফের বিধি-নিষেধ বিটিআরসির
বেসরকারি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে নতুন করে বিধি-নিষেধ আরোপ করেছে বিটিআরসি। কল টার্মিনেশন সংক্রান্ত নতুন বিধি-নিষেধ আগামী ১৬ জুলাই থেকে কার্যকর হবে। বিটিআরসিরি নির্দেশনায় বলা হয়েছে, গ্রামীণফোন (এসএমপি অপারেটর) যখন টারমিনেটিং অপারেটর হিসেবে কার্যক্রম পরিচালনা করবে তখন অরিজিনিটিং অপারেটর (এসএমপি নয়) থেকে ১০ পয়সা প্রতি মিনিটের পরিবর্তে ৭ পয়সা প্রতি মিনিট পাবে বা গ্রহণ করবে।
অবশিষ্ট ৩ পয়সা প্রতি মিনিট নন এসএমপি অপারেটরগুলো অরিজিটিং অপারেটর হিসেবে নিজের কাছে বাংলাদেশে অবস্থিত দেশি ব্যাংকে আলাদা হিসাবে জমা রাখবে, যা কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী খরচ হবে। কমিশনের সিদ্ধান্ত ছাড়া এ টাকা খরচ করা যাবে না বা অন্য কোনো হিসাবে হস্তান্তর করা যাবে না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়। গত ২৮ জুন এ নির্দেশনা দিয়ে গ্রামীণফোনের প্রধান নির্বাহীকে চিঠি পাঠায় বিটিআরসি। এ নির্দেশনার বিষয়ে গ্রামীণফোন এক বিবৃতিতে জানায়, এসএমপি ফেমওয়ার্ক নিয়ে তারা বিটিআরসির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।