কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

১৪টি দেশের জন্য সীমান্ত খুলছে ইইউ

বণিক বার্তা প্রকাশিত: ০১ জুলাই ২০২০, ০২:২৭

দ্বিতীয় ঝড়ের আশঙ্কা থাকলেও প্রথম ঝড় সামলে ইউরোপের দেশগুলো ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফেরার উদ্যোগ গ্রহণ করেছে। এরই মধ্যে অনেকগুলো দেশে বিধিনিষেধ শিথিল হয়ে এসেছে। সে ধারাবাহিকতায় এবার ১৪টি দেশের জন্য সীমান্ত খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। যাদের ইইউ ‘নিরাপদ’ বলে মনে করছে।

ইইউর নেয়া সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে দেশগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে। তবে ইউরোপীয় ইউনিয়নের করা ১৪টি দেশের তালিকায় নেই যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও চীনের নাম।অবশ্য চীনের ব্যাপারে ইইউর সবুজসংকেত রয়েছে। যদিও সেক্ষেত্রে চীনকে ইইউর নাগরিকদের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়ার শর্ত দেয়া হয়েছে।

যে ১৪টি দেশ আপাতত ইইউ থেকে সবুজসংকেত পাচ্ছে তারা হলো আলজেরিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জর্জিয়া, জাপান, মন্টেনেগ্রো, মরক্কো, নিউজিল্যান্ড, রুয়ান্ডা, সার্বিয়া, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, থিউনিসিয়া ও উরুগুয়ে। এদিকে ইউরোপীয় ইউনিয়নের সীমান্তের নিয়ন্ত্রণ নিজেদের ব্লকের দেশগুলোর জন্য তুলে দেয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও