নিরাপত্তা শঙ্কায় ইউরোপে পাকিস্তান এয়ারলাইনসের ফ্লাইট নিষিদ্ধ
নিরাপত্তা শঙ্কায় ইউরোপীয় দেশগুলোতে পাকিস্তানের সরকারি এয়ারলাইন পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) ফ্লাইট পরিচালনার অনুমোদন বাতিল করেছে ইউরোপিয়ান ইউনিয়নস অ্যাভিয়েশন সেফটি এজেন্সি (ইএএসএ)।
কিছুদিন আগের এক তদন্তে পাকিস্তানি পাইলটদের প্রায় এক-তৃতীয়াংশ দুর্নীতির মাধ্যমে লাইসেন্স সংগ্রহ করেছেন- এমন তথ্য বেরিয়ে আসার পরপরই এ সিদ্ধান্ত নিল ইউরোপীয় সংস্থাটি।
পিআইএ’র কাছে পাঠানো এক চিঠিতে ইএএসএ জানিয়েছে, তারা এয়ারলাইনটির নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি দেখতে পেয়েছে।
ফলে বুধবার মধ্যরাত থেকেই কার্যকর হচ্ছে তাদের ওপর নিষেধাজ্ঞা। একইভাবে, আরেক পাকিস্তানি এয়ারলাইন ভিসন এয়ারের ফ্লাইটও বাতিল করা হয়েছে বলে নিশ্চিত করেছে ইএএসএ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.