রোহিঙ্গা নিপীড়ন: কোর্ট মার্শালে মিয়ানমারের ৩ সেনার সাজা

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ৩০ জুন ২০২০, ২৩:৫৩

রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নিপীড়র চালানোর দায়ে তিন সেনা কর্মকর্তাকে সাজা দিয়েছে মিয়ানমার। দেশটির সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, রোহিঙ্গাদের বিরুদ্ধে চালানো সহিংসতা তদন্তে নিয়োজিত একটি কোর্ট মার্শাল মঙ্গলবার এই দণ্ড ঘোষণা করেছে।

রোহিঙ্গা নিপীড়নের অভিযোগ থাকলেও মিয়ানমারের সেনা সদস্যদের বিরুদ্ধে দণ্ড ঘোষণার ঘটনা বিরল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গা নিপীড়নের নৃশংস ঘটনায় জাতিসংঘের শীর্ষ আদালতে গণহত্যায় সম্প্রতি অভিযুক্ত হয়েছে মিয়ানমার। ওই সময়ে খুন, ধর্ষণ আর অগ্নিসংযোগ থেকে বাঁচতে নতুন করে প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা প্রতিবেশি বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়।

মানবাধিকার গ্রুপগুলোর অভিযোগ নিরাপত্তা বাহিনীর সদস্যরা এই নৃশংসতা চালিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও