![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F06%2F30%2Fcorona.jpg%3Fitok%3DD1xzPhUF)
রাত ১০টা থেকে ভোর ৫টা ঘরের বাইরে যেতে মানা
এনটিভি
প্রকাশিত: ৩০ জুন ২০২০, ২২:৫৫
মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার রোধে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে নতুন প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তবে এতে মানুষের চলাচলের বিষয়ে বিধিনিষেধ কিছুটা শিথিল করা হয়েছে। আগামীকাল বুধবার থেকে আগামী ৩ আগস্ট পর্যন্ত এসব বিধিনিষেধ কার্যকর থাকবে। এ সময় সীমিত আকারে অফিস চালু থাকবে এবং গণপরিবহন চলবে। তবে রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কেউ খুব জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যেতে পারবে না। আগের প্রজ্ঞাপনে রাত ৮টা থেকে ঘরের বাইরে যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা ছিল। আজ মঙ্গলবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন প্রজ্ঞাপনে বলা হয়, রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত অতীব জরুরি প্রয়োজন ছাড়া (প্রয়োজ