এসএসসিতে যশোর বোর্ডের ১২৩ পরীক্ষার্থীর ফল পরিবর্তন
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এবারের এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষায় ১২৩ পরীক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে।এরমধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৫১ পরীক্ষার্থী। আর অকৃতকার্য থেকে কৃতকার্য হয়েছেন ৪৬ জন পরাক্ষার্থী। অকৃতকার্য থেকে জিপিএ-৫ পেয়েছেন ২ পরীক্ষার্থী। বাকিদের পরিবর্তন হয়েছে বিভিন্ন গ্রেড। মঙ্গলবার বোর্ড প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র এ বিষয়টি নিশ্চিত করে জানান, অকৃতকার্য করা ৪৬ পরীক্ষার্থী পুনঃনিরীক্ষায় বিভিন্ন গ্রেড পয়েন্ট পেয়ে কৃতকার্য হয়েছে।
এছাড়া অকৃতকার্য থেকে জিপিএ-৫ পেয়েছে ২ জন। এ গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছে ৪৩ জন, এ মাইনাস থেকে জিপিএ-৫ পেয়েছে ৪ জন। বি গ্রেড থেকে জিপিএ ৫ পেয়েছে ২ জন।তিনি আরও বলেন, অভিজ্ঞ পরীক্ষক দিয়ে খাতা পুনঃনিরীক্ষা করা হচ্ছে। যার মধ্যেও কিছু খাতায় অনিচ্ছাকৃত বা গণনায় কারণে ভুল হয়। নিয়ম অনুয়ায়ী যে প্রাপ্য ফলাফল সেটাই দেয়া হয়েছে। আর খাতা দেখায় ভুল করা পরীক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।গত ৩১ মে এসএসসির ফলাফল প্রকাশিত হয়। এরপর ৩৪ হাজার ২শ’ ৮৪ জন পরীক্ষার্থী উত্তরপত্র পুনঃনিরীক্ষার জন্যে আবেদন করেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- পরিবর্তন
- যশোর বোর্ড
- এসএসসি ফলাফল
- যশোর