You have reached your daily news limit

Please log in to continue


আমেরিকায় ভাইরাসের বিস্তার ঠেকানো কঠিন হয়ে পড়েছে

আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য সবকিছু ধীরে ধীরে চালু করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু এখন করোনাভাইরাসের বিস্তার বাড়তে থাকায় অন্তত ১৪ অঙ্গরাজ্য সে সিদ্ধান্ত স্থগিত করেছে। এতেও ভাইরাসটির বিস্তার বন্ধ করাটা কঠিন হয়ে যাবে বলে সতর্ক করেছেন অনেক বিশেষজ্ঞ। গতকাল সোমবার জার্নাল অব দ্য আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের লাইভে ইভেন্টে বক্তব্য রাখেন দেশটির সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) মুখ্য উপপরিচালক অ্যানে শুখান্ট বলেন, ‘বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে আমরা আশা করতেই পারি যে, এর বিস্তার কমিয়ে আনা যাবে। কিন্তু আমার মনে হয়, এটি অত্যন্ত কঠিন। কারণ, আমরা এটি সহজে নিয়ন্ত্রণের পর্যায়ে এখন আর নেই।’ আমেরিকার ৩৬টি অঙ্গরাজ্যে গত এক সপ্তাহে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে। ছবি: রয়টার্স আমেরিকার ৩৬টি অঙ্গরাজ্যে গত এক সপ্তাহে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে। ছবি: রয়টার্স আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য সবকিছু ধীরে ধীরে চালু করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু এখন করোনাভাইরাসের বিস্তার বাড়তে থাকায় অন্তত ১৪ অঙ্গরাজ্য সে সিদ্ধান্ত স্থগিত করেছে। এতেও ভাইরাসটির বিস্তার বন্ধ করাটা কঠিন হয়ে যাবে বলে সতর্ক করেছেন অনেক বিশেষজ্ঞ। গতকাল সোমবার জার্নাল অব দ্য আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের লাইভে ইভেন্টে বক্তব্য রাখেন দেশটির সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) মুখ্য উপপরিচালক অ্যানে শুখান্ট বলেন, ‘বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে আমরা আশা করতেই পারি যে, এর বিস্তার কমিয়ে আনা যাবে। কিন্তু আমার মনে হয়, এটি অত্যন্ত কঠিন। কারণ, আমরা এটি সহজে নিয়ন্ত্রণের পর্যায়ে এখন আর নেই।’ জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, এখন পর্যন্ত আমেরিকায় করোনাভাইরাসের নিশ্চিত সংক্রমণের শিকার হয়েছে ২৫ লাখের বেশি মানুষ। এতে আক্রান্ত হয়ে মারা গেছে ১ লাখ ২৬ হাজারের বেশি।চলতি মাসের শুরুর দিকে সংক্রমণের হার কমে এলে ধীরে ধীরে অর্থনীতি চালুর সিদ্ধান্ত নেয় মার্কিন প্রশাসন। স্থানীয় প্রশাসনগুলোর মাধ্যমে এই অর্থনীতি চালুর কাজটি চলছিল। কিন্তু গত কয়েক দিনে দেশটির কিছু অঞ্চলে আবার সংক্রমণ বাড়তে থাকে। বিভিন্ন অঙ্গরাজ্য ও স্থানীয় প্রশাসন মনে করছে, ঘর ও ঘরের বাইরে লোকসমাগম বেড়ে যাওয়াই এর কারণ। বিশেষত বিভিন্ন বার ও রেস্তোরাঁয় আবার মানুষের যাতায়াত শুরু হওয়ায় নতুন করে ভাইরাসটির বিস্তার বেড়েছে বলে মনে করা হচ্ছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন