You have reached your daily news limit

Please log in to continue


কুমিল্লায় ফল পাল্টালো ৪৪১ শিক্ষার্থীর

কুমিল্লা শিক্ষা বোর্ডে এবারের এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ৪৪১ শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছেন ৬২ জন ও জিপিএ-৫ পেয়েছেন ৬১ জন। এছাড়া ৩১৮ শিক্ষার্থীর বিভিন্ন গ্রেড পরিবর্তন হয়েছে। মঙ্গলবার দুপুরে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত ফলাফল বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, ১ জুন থেকে ৭ জুন পর্যন্ত অনলাইনে পুনঃনিরীক্ষণের আবেদন করে ১৭ হাজার ৬৭৭ জন শিক্ষার্থী। পরে এসব শিক্ষার্থীর ৩৯ হাজার ৩০৩টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণ করা হয়। এর আগে ৩১ মে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়েছিল। পুনঃনিরীক্ষণের ফলসহ কুমিল্লা শিক্ষাবোর্ডে পাস করেছে এক লাখ ৩৫ হাজার ৬২২ জন ও জিপিএ-৫ পেয়েছেন ১০ হাজার ৩০৬ জন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন