![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F06%2F30%2Fttraa.jpg%3Fitok%3DP_97SDM5)
করোনামুক্ত তাপস-মুন্নী
এনটিভি
প্রকাশিত: ৩০ জুন ২০২০, ১৭:৪০
করোনামুক্ত হলেন গানবাংলা টেলিভিশনের চেয়ারপারসন ফারজানা মুন্নী এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কৌশিক হোসেন তাপস। গত ১৬ জুন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন এ দম্পতি। প্রায় ১৫ দিন আইসোলেশন ও যথাযথ চিকিৎসা শেষে গত ২৮ জুন আইইডিসিআরের পরীক্ষায় এবং ২৯ জুন বেসরকারি একটি হাসপাতালের পরীক্ষার ফলাফলে তাঁরা করোনামুক্ত বলে নিশ্চিত করেছেন। কৌশিক হোসেন তাপস বলেন, ‘সর্বশক্তিমান আল্লাহর কৃপায় আমি ও আমার স্ত্রী ফারজানা মুন্নী একসঙ্গে আনুষ্ঠানিকভাবে করোনামুক্ত হয়েছি। যাঁরা আমাদের সুস্থতার জন্য দোয়া করেছেন এবং নিয়মিত খবর রেখেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমাদের জানা নেই। আল্লাহ আপনাদের রহ